ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

স্থগিত হতে পারে বইমেলা: প্রতিমন্ত্রী কে এম খালিদ

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকলে এবারের বইমেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি  : প্রতিমন্ত্রী কে এম খালিদ।


তিনি বলেন, ‘আগে জীবন। যদি কোভিডের সংক্রমণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, সে ক্ষেত্রে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে।’


মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, ‘মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সে ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করছি, সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়।’


আগামী ১৮ মার্চ বইমেলার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ads

Our Facebook Page